কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ২

জামালপুরের সরিষাবাড়িতে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ দুই চোরাচালানিকে গ্রেফতার করেছে জামালপুর র‌্যাব-১৪। রবিবার সন্ধ্যায় উপজেলার শ্যামেরপাড়া থেকে তাদের আটক করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে জামালপুর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার দুজন হলেন- উপজেলার মহাদান গ্রামের মৃত রাফাদান মণ্ডলের ছেলে আফতাব উদ্দিন এবং বাউশি গ্রামের মৃত আজম মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (৫০)।

গ্রেফতার দুই জনর‌্যাব জানায়, রবিবার সন্ধ্যার দিকে জামালপুর র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাব এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি কষ্টিপাথরের মূর্তিসহ দুই চোরাচালানিকে গ্রেফতার করা হয়। উদ্ধার কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য এক কোটি টাকা। 

আশিক উজ্জামান জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।