ডিগ্রি ছাড়াই হাসপাতালে নিয়মিত রোগী দেখতেন তিনি  

নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ভুয়া চিকিৎসকের নাম তানবির আহমেদ সরকার (৩৬)। তিনি কুমিল্লার দেবিদ্বারের শিবনগর এলাকার আব্দুল মতিন সরকারের ছেলে। 

র‌্যাব জানিয়েছে, তানবির দীর্ঘদিন ধরে নিজেকে সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন দিয়ে আসছিলেন। তার কাছে নিবন্ধিত চিকিৎসক হিসেবে এমবিবিএস সনদ এবং বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।

র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন টেস্টের রিপোর্ট ও রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় ভুয়া চিকিৎসক তানবিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বাক্ষরিত আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট জব্দ করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।’ 

ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।