চুরি করে পালানোর সময় ৬২ বস্তা রাবারসহ আটক ১

টাঙ্গাইলের কালিহাতীতে চুরি হওয়া ৬২ বস্তা কাঁচা রাবার জব্দ করেছে পুলিশ। সে সময় জীবন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ময়মনসিংহ লিংক রোড থেকে রাবার বহনকারী পিকআপ ভ্যানসহ ওই যুবককে আটক করা হয়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত রাতে এ তথ্যটি নিশ্চিত করেন।

আটক জীবন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পশ্চিম ঝাউগড়া গ্রামের জহিরুল হকের ছেলে।

ইয়াসির আরাফাত বলেন, ‘মধুপুর পীরগাছা রাবার বাগানের ব্যবস্থাপক কেএম মাহবুব আলম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানান, তাদের বাগানের অপরিশোধিত রাবার অজ্ঞাত দু-তিন জন ব্যক্তি চুরি করেছে। তারা পিকআপ ভ্যানযোগে রাবারগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। পরে মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে অভিযান চালানো হয়। সে সময় ওই রাবার বহনকারী পিকআপভ্যানসহ এক যুবককে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘পিকআপ ভ্যান থেকে ৬২ বস্তায় তিন হাজার ২২৪ কেজি রাবার জব্দ করা হয়। পরে মাহবুব আলম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন। জব্দ রাবার ও আটক যুবককে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।’