মোটরসাইকেল থেকে ফেলে কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় মোহন (২২) নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের খান্দার এলাকায় ছুরিকাঘাতের পর সোমবার মধ্যরাতে মোহন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত মোহন বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা কানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। তিনি বগুড়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। সোমবার রাতে বন্ধু বাপ্পী ও লিখনের সঙ্গে মোহন দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে তিনি বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ফুলতলার বাড়িতে ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তারা শহরের খান্দার সিঅ্যান্ডবি গুদামের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে। বাকবিতণ্ডার এক পর্যায়ে তিন জনকে লাঠিপেটা করে মোটরসাইকেল থেকে রাস্তায় ফেলে দেয়। দুই বন্ধু পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোহনের কোমরের নিচে, উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত মোহনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

বগুড়া ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এসআই শামীম জানান, মোহনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার আহত দুই বন্ধুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ জানাতে ও ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে।