ময়মনসিংহ বোর্ডে এবার এইচএসসিতে অংশ নেবে ৭১ হাজার শিক্ষার্থী

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এইচএসসি পরীক্ষায় ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বুধবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। বোর্ডের একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। সেইসঙ্গে পরীক্ষা চলাকালে বোর্ডে কন্ট্রোলরুম চালু থাকবে, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমরা ত্বরিত ব্যবস্থা নেবো। এ ছাড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে সব কেন্দ্রে পরীক্ষা নেওয়ার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি আমরা ভালোভাবেই পরীক্ষা নিতে পারবো।’