দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্যক্তির বাড়িতে লাল পতাকা

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে ফেনীর সোনাগাজীতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক ব্যক্তির বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত ওই বাড়িতে পতাকা টানিয়ে দেন। একই সঙ্গে ওই প্রবাসীর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, ‘বুধবার দুপুরে আফ্রিকা থেকে ওই ব্যক্তি সোনাগাজী উপজেলার আড়কাইম এলাকায় নিজ বাড়িতে এসেছেন বলে জানতে পারি। পরে তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকনসহ ইউপি সদস্য ও গ্রামপুলিশ পাঠিয়ে তার বাড়িতে কোভিড-১৯ সংযুক্ত লেখা লাল পতাকা টানানো হয়। হোম কোয়ারেন্টিন নিশ্চিতের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি উপজেলার কোথাও আর কেউ আফ্রিকা থেকে এলে তার সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলা হয়েছে।’

ওই প্রবাসী বলেন, ‘গত ১৭ নভেম্বর আমি বাংলাদেশ আসার জন্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিমানবন্দরে প্রবেশ করলে কর্তৃপক্ষ আমাকে আট দিন কোয়ারেন্টিনে রাখেন। ২৬ নভেম্বর বিমানে ওঠার অনুমতি দিলে দেশে ফেরত আসি।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার যে এলাকায় আমি ছিলাম সেখানে ওমিক্রন সংক্রমণ ছিল না। দেশে ফেরত আসার পর সতর্কতার জন্য প্রশাসনের নির্দেশনা মেনে চলছি।’