হত্যা মামলায় দুই ভাইসহ ৩ জনের ফাঁসি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামে জমি-জমার বিরোধে জাহের নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই ভাইসহ তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ নুর ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি)।

দণ্ডপ্রাপ্তরা হলেন– জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের তাছেম মণ্ডলের ছেলে সেকেন্দার (৪২) ও  শহিদুল ( ৪৪) এবং উরিপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বাবু (৪৮)।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১ মার্চ রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের জাহের উদ্দিন নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক ২টার দিকে পার্শ্ববর্তী তাছেম মণ্ডলের ছেলে সেকেন্দার, শহিদুল ও তাদের সহযোগী বাবু বাড়িতে প্রবেশ করে জাহেরকে ঘর থেকে বের করে আঙিনায় নিয়ে যায়। জাহেরের স্ত্রী-সন্তানের হাত-পা বেঁধে মুখে কাপড় দিয়ে তাদের সামনেই জবাই করে মৃত্যু নিশ্চিতের পর চলে যায় আসামিরা। এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে আক্কলপুর থানায় পরদিন মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এ রায়ে সন্তুষ্ট নিহতের স্ত্রী ফরিদা ও সন্তান এরফান। দ্রুত এ রায় কার্যকরের দাবি করেন তারা।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা জানান, তারা রায়ে সন্তুষ্ট না। তাই এ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন।

জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি বলেন, ‘২২ জন সাক্ষীর শুনানি শেষে আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দিয়েছেন।’