খুলনায় মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুই জনের বিরুদ্ধে খুলনা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে করা মামলার আ‌বেদন খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি শেষে বিচারক কণিকা বিশ্বাস মামলাটি খারিজ করে দেন।

মামলাটি পরিচালনাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা বাদী হয়ে গত রবিবার এ আবেদন করেছিলেন।

মামলা পরিচালনাকারী আইনজীবী বলেন, ‘মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ডিজিটাল মিডিয়া উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন ডা. মুরাদ হাসান। আর সেই বক্তব্য ডিজিটাল মিডিয়ার মাধ্যমে প্রচার করেন মহিউদ্দিন হেলাল। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে বাদী মামলা দায়ের করেছিলেন।’