৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় উৎসবের উদ্বোধন

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায়, আনন্দঘন পরিবেশে ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় জাতীয় স্মৃতিসৌধে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় উৎসবের উদ্বোধন করা হয়। দিনব্যাপী জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নানা আয়োজন রয়েছে।

শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু। এরপর বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

সকাল ১০টায় স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

৫০তম বিজয় উৎসব পালনের জন্য পুরো নগরীকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।