ফেনীতে ১৪৪ ধারা জারি

ফেনী শহরের ওয়াপদা মাঠে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

জেলা প্রশাসক বলেন, ওই স্থানে মঙ্গলবার বিএনপির সমাবেশ করার কথা ছিল। জয়নাল হাজারীর জানাজা ও দাফন কাজের জন্য তা স্থগিত করা হয়। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে পাঠানো হয়। কিন্তু প্রয়োজনীয় তথ্য না থাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। অন্যদিকে জেলা যুবলীগ ও ছাত্রলীগ একই দিন একই স্থানে কর্মী সমাবেশ করতে চায়। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ওই মাঠে বিএনপি কিংবা যুবলীগকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এরপরও পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।