সীতাকুণ্ডে প্রাইভেটকার থামিয়ে ডাকাতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে সীতাকুণ্ড ভূমি অফিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার রিমন বড়ুয়ার আত্মীয় দীপা বড়ুয়া জানিয়েছেন, মঙ্গলবার রাতে রিমন বড়ুয়া সপরিবারে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। তার গাড়ি সীতাকুণ্ড ভূমি অফিস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় ৪-৫ জন ব্যক্তি গতিরোধ করে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটে নেয় ডাকাত দল। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা রিমন, তার স্ত্রী পাপিয়া বড়ুয়া ও চালককে পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীরা সুস্থ হয়ে উঠলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।