শৈত্যপ্রবাহ-বৃষ্টিতে নাকাল, দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের

পৌষের মাঝামাঝি সময়ে এসে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। অন্যদিন সকাল সাড়ে ৭ কিংবা ৮টার মধ্যে সূর্যের দেখা মিললেও বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত আলো ছড়ায়নি সূর্য। সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরে অল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হয়েছে। পাশাপাশি বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

সরেজমিনে দেখা গেছে, শহরে লোকজনের উপস্থিতি ছিল কম। রাস্তাঘাটেও যানবাহন চলাচল কমেছে। দোকানপাটও খুলেছে কম। পঞ্চগড়ে এটাই চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী কুয়াশাচ্ছন্ন দিন ছিল।

জেলা শহরের অটোরিকশা চালক আকবর আলী জানান, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। শৈত্যপ্রবাহও চলছে। রাস্তাঘাটে লোকজন কম।

জেলার সদর উপজেলার চার মাইল এলাকার বৃদ্ধ হাকিম আলী জানান, দুপুর পর্যন্ত আলো দেখা যায়নি। কুয়াশা কুয়াশা ভাব।

জেলা শহরের মসজিদপাড়া এলাকার আবেদ আলী জানান, সারাদিন এমন আবহাওয়া থাকলে রাতে ঠান্ডাটা আরও বাড়বে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার এখানে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন এমন অবস্থা বিরাজ করলে রাতে তাপমাত্রা আরও কমে যাবে।