বাণিজ্য মেলায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প ও বাণিজ্য মেলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ক্রেতা সেজে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এ জরিমানা করেন।

শহরের কাউতলী নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের আউটারে মাসব্যাপী এ মেলা বসেছে। দণ্ডপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান হলো- ঢাকা দই ফুচকা অ্যান্ড চটপটি হাউজ ও ক্রাউন ক্যাফে হাউজ।

এ বিষয়ে মেহেদী হাসান বলেন, ‘বুধবার সকালে এক ক্রেতা ফোন করে বাণিজ্য মেলায় গ্রাহকদের বিভিন্ন হয়রানির কথা জানান। ওই ক্রেতার অভিযোগ করে বলেন, মেলার ফুচকা ও ক্যাফে হাউজগুলোতে কোনও মূল্য তালিকা টানানো নেই। এ ছাড়া ওই দোকানগুলোতে কোনও পণ্যের প্যাকেটে মূল্য লেখা নেই। দোকানিরা গ্রাহকদের কাছ থেকে তাদের ইচ্ছেমতো দাম আদায় করছেন। ক্রেতাদের সঙ্গে খারাপ আচরণও করছেন।’

তিনি বলেন, ‘গ্রাহকের এই অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে আমি ক্রেতা সেজে বাণিজ্য মেলায় গিয়ে অভিযোগের সত্যতা পাই। পরে ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ঢাকা দই ফুচকা অ্যান্ড চটপটি হাউসকে দুই হাজার ও ক্রাউন ক্যাফে হাউসকে ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটিকে সর্তক করেছি। ভোক্তার অধিকারের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’