অতি অল্প সময়ের মধ্যে সরকারকে বিদায় নিতে হবে: হাফিজ উদ্দিন

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘টানেলের শেষে আলোক রেখা দেখতে পাচ্ছি, অতি অল্প সময়ের মধ্যে এই স্বৈরাচার সরকারকে বিদায় নিতে হবে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বুধবার (২৯ ডিসেম্বর) ভোলায় অনুষ্ঠিত দলের সভায় তিনি এ কথা বলেন।

বুধবার দুপুরের আগে থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। ভোলা শহরের নলীনি দাস মাধ্যমিক স্কুল মাঠে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন- দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম , সাবেক এমপি হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।

হাফিজ অভিযোগ করে বলেন, ‘ভারতের আসামে ১৫ কিলোমিটার ভূপেন হাজারিকা সেতু করা তৈরিতে খরচ হয়েছে দুই হাজার কোটি টাকা। আর আমাদের দেশে ছয় কিলোমিটার পদ্মা সেতুতে খরচ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।’

তার দাবি, ‘এই টাকা দিয়ে কানাডায় বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম ও আমেরিকার বড় বড় শহরে বাড়ি করা হয়েছে।’