এসএসসিতে ফেল করা আরেক ছাত্রীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামে মিম আক্তার (১৭) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মিম উপজেলার ডিক্রিরচর মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করে। সে মধ্য পাংশা গ্রামের কাওসার মৃধার মেয়ে। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এসএসসির ফলাফল প্রকাশের মিম অকৃতকার্যের বিষয়টি জানতে পারে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর নিজ কক্ষের দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। রাতের যেকোনও সময় ঘরের দোতলায় গিয়ে আড়ার সঙ্গে ওড়না বেঁধে ফাঁস দেয়। শুক্রবার সকালে দোতলায় আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিমকে দেখতে পান পরিবারের সদস্যরা। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘ওই ছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এরপর লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়। সন্ধ্যায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।’

একই কারণে বৃহস্পতিবার দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার লতা এলাকার অর্থী ঢালী ও রাজশাহীর চারঘাট উপজেলার সুইটি খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।