জাহাঙ্গীরনগরে আবারও অনলাইনে ক্লাস

রবিবার (৯ জানুয়ারি) থেকে আবারও অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। করোনার বিস্তার রোধে সশরীরে ক্লাস বন্ধ রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে দাফতরিক কার্যক্রম চলবে সশরীরে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাত্ত্বিক ক্লাসগুলো (উইকেন্ড প্রোগ্রামসহ) অনলাইনে নেওয়া হবে। ব্যবহারিক ক্লাসগুলো স্বল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে সশরীরে নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ক্যাম্পাসে বহিরাগত আগমন নিষিদ্ধ করা হলো। বিশ্ববিদ্যালয়কে পিকনিক স্পট বা মিলনমেলার স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। নিবন্ধককে অবহিত না করে ক্যাম্পাসে কোনও অনুষ্ঠান করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হলো।

এ ছাড়া, শুক্রবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য পাখি মেলা স্থগিত এবং ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে অনলাইনে করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, কোভিড পরিস্থিতির কারণে গত বছরও পাখি মেলা অনুষ্ঠিত হয়নি।