কুড়িগ্রাম যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার কুড়িগ্রাম যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (১০ জানুয়ারি) র‌্যাব-১৩ ব্যাটালিয়ন রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়াও থাকবেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহাম্মেদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন, র‌্যাবের ডিজি অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, এডিজি কর্নেল কেএম আজাদসহ রংপুর ও কুড়িগ্রামের প্রশাসনিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে এক হাজারেরও বেশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।