দোকান থেকে ১১ ব্যারেল সয়াবিন তেল চুরি

শরীয়তপুর সদর উপজেলায় আংগারিয়া বাজারে রাতের আঁধারে তেল চুরির ঘটনা ঘটেছে। আংগারিয়া বাজারে দুটি দোকানের ১১ ব্যারেল সয়াবিন তেল চুরির এই ঘটনা ঘটনা ঘটে।

সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টা ৪৪ মিনিটে পাঁচ জনের একটি দল একটি পিকআপ নিয়ে ওই বাজারের আফজাল স্টোরের সামনে আসে। প্রথমে একজন বাইরে থেকে দোকানটি তালা মেরে দেয়। এরপর পিক আপের ত্রিপলের নিচ থেকে বাকি সদস্যরা নেমে এসে ব্যারেলগুলো পিকআপে তুলে নিয়ে যায় হালেম স্টোরের সামনে। এরপর হালেম স্টোর থেকে আরও চার ব্যারেল তেল নিয়ে তারা চলে যায়। এতে মোট ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ওই দুই ব্যবসায়ী।

আফজাল স্টোর ও হালেম স্টোরের মালিক আফজাল মোল্লা ও হালেম মাদবর বলেন, ‘আমাদের দুই ব্যবসায়ীর ২ লাখ ৮০ হাজার টাকার সয়াবিন তেল নিয়ে গেছে। নাইটগার্ড কিছুই নাকি বলতে পারছে না। আমরা পুলিশকে জানিয়েছি।’

বাজারের নাইট গার্ড শামসুল হক সরদার (৭০) বলেন, ‘আমি চোখে কম দেখি। এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। আমি কিছুই জানি না।’

এদিকে, সিসিটিভি ফুটেজ থাকলেও এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

আংগারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। ক্ষতিগ্রস্তদের মামলা করতে বলেছি।’