পরিবারে ঠাঁই হয়নি বৃদ্ধার, আশ্রয় দিলেন ইউএনও

বগুড়ার গাবতলীতে সন্তানদের বিরুদ্ধে গুলজান বেওয়া (৮০) নামে এক বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই বৃদ্ধা শহরের কলোনি এলাকায় তাজমা সিরামিক কারখানার সামনে যাত্রী ছাউনিতে আশ্রয় নেন। খবর পেয়ে শুক্রবার (৮ এপ্রিল) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল তাকে উদ্ধার করে শিশু পরিবারে আশ্রয় দিয়েছেন।

গুলজান বেওয়া জানান, তার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের টিওরপাড়া গ্রামে। স্বামী অনেকদিন আগে মারা গেছেন। তিন ছেলে হজরত, হোসেন ও মোহাম্মদ এবং এক মেয়ের বিয়ে হয়েছে। ছেলেরা ঠিকমতো খেতে দেয় না, দেখভালও করেন না। তিনি ভিক্ষা করেন। ছেলেরা খাবার দেন না আবার ভিক্ষা করাও পছন্দ করেন না। তাই দুই-তিন দিন আগে গুলজান বেওয়াকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন ছেলেরা। এরপর তিনি বগুড়া শহরের কলোনি এলাকায় পৌরসভার একটি যাত্রী ছাউনিতে আশ্রয় নেন। এক ব্যক্তির ফোন পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে সদর ইউএনও সমর কুমার পাল সেখানে যান। পরে তিনি গুলজান বেওয়াকে সদর উপজেলায় নিয়ে যান।

বাড়ি ফিরতে চান কিনা? এমন প্রশ্নে কান্নাজড়িত কণ্ঠে গুলজান বেওয়া জানান, ছেলেরা তার ভরণপোষণের দায়িত্ব নিতে চান না।

ইউএনও জানান, ছেলেরা খাবার না দিয়ে ওই বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তাকে আপাতত শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে। এ ছাড়া তার পরিবারের খোঁজ-খবর নিতে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে। সন্তানরা ফিরিয়ে না নিলে শিশু পরিবার বা বৃদ্ধাশ্রমে রাখা হবে তাকে। সেখানেও সম্ভব না হলে ইউএনও নিজেই তার দেখভাল করবেন।

বগুড়ার গাবতলীর ইউএনও রওনক জাহান জানান, ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের খুঁজে বের করতে ফেসবুকের গ্রুপে তথ্য দিয়েছেন। তবে শনিবার বিকাল পর্যন্ত তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি।