ভেজাল তেল তৈরি করায় ৫ লাখ টাকা জরিমানা

বিভিন্ন ভেজাল উপাদান দিয়ে ভোজ্য তেল তৈরি করে বাজারজাত করায় খুলনার পাইকগাছায় চারটি তেলের মিলকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত র‌্যাব-৬ সদর কোম্পানির কমান্ডারের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।

র‌্যাব-৬-এর সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, পাইকগাছার কপিলমুনিতে দীর্ঘদিন ধরে কিছু তেলের মিল বিভিন্ন ভেজাল উপাদান দিয়ে তেল তৈরি করে খাঁটি হিসেবে বাজারজাত করে আসছিল বলে র‌্যাবের কাছে তথ্য আসে। এর অভিযান চালিয়ে কপিলমনি ওয়েল মিলের স্বত্বাধিকারী নিত্যন্দন সাধুকে (৪৫) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং যথাযথভাবে বিক্রি ও সরবরাহ না করার দায়ে এক লাখ টাকা, মেসার্স ডি এস অয়েল মিলের স্বত্বাধিকারী শেখর সাধুকে (৪৪) এক লাখ টাকা, বিনোদ অয়েল মিলের স্বত্বাধিকারী পল্লাত দে’কে দুই লাখ টাকা এবং উৎসব অয়েল মিলের স্বত্বাধিকারী খায়রুল ইসলামকে (৪২) এক লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা জেলা কার্যালয় পরিচালিত এ তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে। অভিযানে ছিলেন– র‌্যাবের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় খুলনার কর্মকর্তা এবং বিএসটিআই খালিশপুরের ফিল্ড অফিসার (সিএম) দীপঙ্কর কুমার দত্ত।

জরিমানায় আদায় করা পাঁচ লাখ টাকা র‌্যাবের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা জেলা কার্যালয়ের সরকারি কোষাগারে জমা করেন।

র‌্যাবের এই অভিযানে দণ্ডপ্রাপ্ত এসব প্রতিষ্ঠান প্রতিশ্রুতি দেয়, তারা এরপর কোনও অনৈতিক অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তেল উৎপাদন ও বাজারজাত করবে না।