একসঙ্গে তিন সন্তানের মা হলেন গৃহবধূ

বরগুনায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। বুধবার সকালে বরগুনা সদরের উপকণ্ঠে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই তিন নবজাতক জন্ম দেন ওই নারী।

নবজাতকদের মা শামসুন্নাহার বেগম (২৪) পটুয়াখালীর বাঁধঘাট এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী। তার বাবার বাড়ি বরগুনার ইটবাড়িয়া গ্রামে।

গৃহবধুর পরিবার সূত্রে জানা যায়, স্বামী নিজামের সঙ্গে ঢাকায় থাকতেন শামসুন্নাহার। অন্তঃসত্ত্বা হওয়ার পর মাসখানেক আগে বাবার বাড়িতে আসেন। মঙ্গলবার ভোর ৪টায় দিকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের মহাসড়ক এলাকায় অবস্থিত কুয়েত প্রবাসী হাসপাতালে ভর্তি করেন। সেখানে গাইনি চিকিৎসক সাফিয়া পারভিনের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। এরপর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্বাভাবিক প্রসবে এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন শামসুন্নাহার।

শামসুন্নাহারের ভাই আহাদুল ইসলাম বলেন, ‘এক সঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় আমাদের পরিবারের সবাই খুশি। এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই বহু লোকজন নবজাতকদের দেখতে আসছেন, ছবি তুলছেন। আমার বোন এবং ভাগনে-ভাগনিরা সুস্থ আছেন।’

এ বিষয়ে গাইনি চিকিৎসক সাফিয়া পারভিন বলেন, ‘অস্ত্রোপচার ছাড়াই তিন নবজাতককে স্বাভাবিকভাবে প্রসব করাতে সক্ষম হয়েছি আমরা। মা ও নবজাতকরা সম্পূর্ণ সুস্থ আছেন।’