র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে রাজশাহীর পবা থানা পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম।

আসামিদের মধ্যে দুই জন জেলার পবা থানার চৌবাড়িয়া দক্ষিণপাড়ার আবেদ আলীর ছেলে নয়ন (২৯) ও  ইমরানের ছেলে জাহিদ (২০)। অপরজন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার মল্লিকপুর উত্তরপাড়ার ইসলাম উদ্দিনের ছেলে মানিক (৩৫)।

তিনি জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বাড়ি ফেরার পথে পবা থানার চৌবাড়িয়া জসইতলা বিলে পৌঁছালে আসামিরা নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে আকবর আলী নামে একজনকে আটকের চেষ্টা করে। আকবর ভয় পেয়ে পালানোর সময় পাশের পাটক্ষেতে পড়ে গেলে র‌্যাব পরিচয় দেওয়া আসামিরা তাকে ধরে ফেলে। এরপর আকবরের কাছে থাকা একটি মোবাইল ফোন কেড়ে নেয় এবং ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মাদক মামলা দিয়ে চালান দেবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদান করে। টাকা দিতে না পারায় আকবর আলীকে সেখানে তারা প্রায় দুই-তিন ঘণ্টা আটকে রেখে মারপিট করে এবং গুরুতর আহত করার হুমকি দেয়।

আকবর আলী ভয়ে চিৎকার করলে পবা থানার টহল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আসামি নয়ন ও জাহিদকে আটক করে। এ সময় নয়নের কাছ থেকে আকবর আলীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। আরও দুই জন কৌশলে পালিয়ে যায়। পরবর্তী সময়ে অভিযান পরিচালনা করে অপর আসামি মানিককে গ্রেফতার করা হয়। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।