দোয়ারাবাজারে ৮০০০ লিটার সয়াবিন তেল জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে আট হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ওই উপজেলার আমবাড়ি বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের আলমগীর স্টোর থেকে দুই হাজার লিটার, ফখরুল স্টোর থেকে দেড় হাজার লিটার, সাগর নদী স্টোর থেকে ৫০০ লিটার, অনুকূল স্টোর থেকে দেড় হাজার লিটার, দুর্গা ভান্ডার থেকে দুই হাজার লিটার ও পীযূষ ট্রেডার্স থেকে ৫০০ লিটার তেল তাদের গুদাম থেকে জব্দ করা হয়।

সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ আমরা আমবাড়ি বাজারে অভিযান চালিয়েছি। এ সময় বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। আমরা আট হাজার লিটার তেল জব্দ করেছি এবং বাজারে বসেই আমরা বোতলের গায়ের নির্ধারিত দামে অধিকাংশ তেল বিক্রি করেছি। বাকি তেল আমরা বাজার কমিটির সভাপতি আজাদ মিয়ার কাছে দিয়ে এসেছি ন্যায্য দামে বিক্রি জন্য।’

তিনি আরও বলেন, ‘আজ এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত আমাদের অভিযান চলবে। কোনোভাবে বাজারে তেলে সংকট তৈরি করা যাবে না।’