পদ্মায় জেলের জালে ২৬ কেজির বাগাড়

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৩১ মে) ভোরে জেলে অসেল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, দৌলতদিয়ার পদ্মা নদীর ৭নং ফেরি ঘাটের অদূরে প্রতিদিনের মতো জেলে অসেল ও তার সহযোগীরা মাছ ধরতে যান। ভোরে জাল তুলতেই দেখতে পান বিশাল আকৃতির একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৬নং ফেরিঘাটে আনেন। উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা এক হাজার ২শ’ টাকা কেজি দরে ৩১ হাজার ২শ’ টাকা দিয়ে মাছটি কিনে নেন। মাছটি আরও বেশি দামে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় চান্দু মোবাইল ফোনে যোগাযোগ করছেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘সকালে আমি খবর পাই যে পদ্মায় একটি বড় সাইজের বাগাড় মাছ ধরা পড়েছে। অসেল হালদারের জালে মাছটি ধরা পড়ার পরে দ্রুত গিয়ে মাছটি কিনে নিই। এখন মাছটি প্রতি কেজি এক হাজার ৩শ’ টাকায় বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি।’

তিনি আরও জানান,  বর্তমান পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে খুব বেশি মাছ ধরা পড়ছে না।