ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায় এসে বাসচাপায় প্রাণ গেলো

কুষ্টিয়ার মিরপুরে মামলার হাজিরা দিতে এসে বাসচাপায় খালিদ বিন কুদ্দুস (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) বেলা ১২টার দিকে উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়া সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মিরপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত খালিদ বিন কুদ্দুস ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আনোয়ারি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই আনারুল ইসলাম বলেন, ‘বেলা ১২টার দিকে মামলার হাজিরা দিতে কুষ্টিয়া যাওয়ার পথে বহলবাড়িয়া সেন্টার এলাকায় সড়ক ভাঙাচোরা থাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় খালিদ বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলার মুহূর্তে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেলের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

তবে কী মামলায় হাজিরা দিতে খালিদ কুষ্টিয়ায় এসেছিলেন সে বিষয়ে জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।