সব মামলায় জামিন হয়নি

চাঁপাইনবাবগঞ্জে মোবারকপুর ইউপি চেয়ারম্যান জেল হাজতে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তৌহিদুর রহমান মিয়াকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপি বিএনপি’র সভাপতি ও চেয়ারম্যান তৌহিদুর রহমান মিয়া দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ আদালতে ২টি এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ‘খ’ অঞ্চলে ৪টিসহ ৬টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চান।  জজ আদালত তাকে এক মামলায় জামিন মঞ্জুর করলেও অপরটিতে আবেদন নামঞ্জুর করে। অপরদিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ‘খ’ অঞ্চল অপর ৪টি মামলার মধ্যে দুটিতে জামিন মঞ্জুর করলেও অন্য দুটিতে নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছিলেন এনামুল বারী এবং ‘খ’ অঞ্চলের আমলী আদালতের বিচারক ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মো. শফিকুল ইসলাম।
কোর্ট ইন্সপেক্টর মাহবুব আলম জানান, মামলার পর থেকে গ্রেফতার এড়ানোর জন্য তৌহিদুর রহমান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ২টি হত্যা মামলা ও পল্লী বিদ্যুৎ পোড়ানোসহ ৬টি মামলা রয়েছে।

/জেবি/টিএন/