নিজ ঘর থেকে সাবেক সংসদ সদস্যের লাশ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ ঘর থেকে সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শোয়েব বাবুলের (৭৭) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার সুজাপুরের বাসভবনে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বাদ এশা নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। বাবুল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তিনি ও তার বাড়ির কেয়ারটেকার ছাড়া আর কেউ সেখানে থাকতেন না।

পরিবারিক সূত্রে জানা যায়, শোয়েব বাবুল গত শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ বাড়ির নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে সেখানে তার লাশ পাওয়া যায়।

মোহাম্মদ শোয়েব বাবুলের ব্যক্তিগত চিকিৎসক লাবু হোসেন জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে ভোর ৪টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে বাবুল দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাবুল ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনি আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ফুলবাড়ী পৌরসভার প্রথম প্রশাসক এবং পরে প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন।

তার বড় মেয়ে সাবিনা সুলতানা গৃহিণী, দ্বিতীয় মেয়ে সাবিহা সুলতানা উপ-সচিব, ছোট ছেলে আবু জাফর মোহাম্মদ দীপ সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং বড় ছেলে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।