কিশোরকে হত্যার পর অটোরিকশা ছিনতাই, আটক ২

গাজীপুরের শ্রীপুর উপজেলায় হাবিবুর রহমান দুঃখু মিয়া (১৪) নামে এক কিশোরকে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। 

রবিবার (৫ জুন) রাতে লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে পুলিশ। এ সময় অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

হাবিবুর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়নের গাছগড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। সে উপজেলার গাজীডপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো।

শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ জানান, হত্যার ঘটনার পর ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান চালায়। পরে  হত্যায় জড়িত সন্দেহে রাতেই দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ সময় ছিনতাইকৃত অটোরিকশাও উদ্ধার করা হয়।

তবে তদন্তের স্বার্থে আটকের স্থান ও তাদের পরিচয় জানাতে চাচ্ছে না পুলিশ। হাবিবুরের বাবা মামলার পর পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, রবিবার (৫ জুন) রাত সোয়া ১০টায় উপজেলার জৈনাবাজার-গাজীপুর সড়কে হাবিবুরের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।