X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১৫:০৫আপডেট : ০৮ মে ২০২৪, ১৫:০৫

নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা পরিষদ নির্বাচনে কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মনির হোসেন মিনু নামে এক পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। ভোটকক্ষে বসে মোবাইল ফোন ব্যবহার করার সময় তাকে আটক করা হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে বন্দর রেললাইন এলাকায় ১৭ নম্বর ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

আটক মনির হোসেন হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর হাসান শুভর পোলিং এজেন্ট হিসেছে বন্দর ১ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। তবে তিনি নিজেকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের এজেন্ট হিসেবে পরিচয় দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রথমে কান ধরে ক্ষমা প্রার্থনা করেন ওই পোলিং এজেন্ট। তিনি বলেন, ‘আমি ভুল করেছি। এমনটা আর হবে না। আমার নাম মনির। আমি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের এজেন্ট।’ তবে তার কার্ডে লেখা ছিল, তিনি চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হোসেন শুভর এজেন্ট।

খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেন ও মাহমুদুল হোসেন শুভ সম্পর্কে বাবা-ছেলে।

আটকের বিষয়ে বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আইয়ুব আলী ভূঁইয়া বলেন, ‘আমরা সবাইকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করেছি। কিন্তু তিনি মোবাইল ফোন ব্যবহার করায় তাকে সাময়িকভাবে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বেলা ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ২৪০ ভোট পড়েছে। মোট ভোটার ২৭৮২ জন। সকাল থেকে ভোটার সংখ্যা অনেক কম ছিল। এখন একটু বেড়েছে।’

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সরকারি হাজী ইব্রাহিম আলম চান স্কুলের ভোটকেন্দ্র থেকে আরিফ নামে একজন পোলিং এজেন্টকে আটক করা হয়। তিনি চেয়ারম্যান প্রার্থী এমএ রশিদের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকেও কেন্দ্রের ভোটকক্ষের ভেতর মোবাইল ফোন ব্যবহার করায় আটক করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট চলছে। তবে ভোটার উপস্থিতি কম রয়েছে। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে।’

পোলিং এজেন্ট আটক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিষয়ে আমার জানা নেই। তবে কেউ অনিয়ম বা অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, প্রথম ধাপে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে চার জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান এমএ রশিদ (দোয়াত কলম), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল (চিংড়ি মাছ), জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মাকসুদ হোসেন (আনারস) ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ (হেলিকপ্টার) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
সর্বশেষ খবর
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৫)
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি