হেরোইন বিক্রির দায়ে একজনের যাবজ্জীবন

নাটোরের সিংড়া উপজেলার দমদমা এলাকায় হেরোইন বিক্রির দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীন এই আদেশ দেন। পুলিশের কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শাহাদত হোসেন বাবু (৪০) সিংড়ার দক্ষিণ দমদমা এলাকার শুকচানের ছেলে।

কোর্ট ইন্সপেক্টর মামলা সূত্রে জানান, ২০১৮ সালের ১৮ অক্টোবর বিকালে সিংড়া থানার এসআই  শফিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের পাশে অভিযান চালান। সে সময় আসামির পকেটে থাকা পলিথিনে ৫০ প্যাকেটে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। ওই ঘটনায় মামলার শুনানি শেষে আদালত শাহাদত হোসেন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন।