X
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

এক গ্রামের অর্ধশতাধিক বাড়িতে মদ তৈরির কারখানা

রাঙামাটি প্রতিনিধি
১৪ মে ২০২৪, ২০:২১আপডেট : ১৪ মে ২০২৪, ২০:২১

রাঙামাটি গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১০ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) দুপুরে শহরের উত্তর বিহারপুর গ্রামের তিনটি টিলার অন্তত অর্ধশতাধিক বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিহারপুর গ্রামটি কাপ্তাই হ্রদ তীরবর্তী এলাকা। দুর্গম হওয়ায় ও বাইরের মানুষের যাতায়াত না থাকার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিটি বাড়িতে মদ তৈরির কারখানা গড়ে তোলা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় অনেকে পালিয়ে যায়।

ডিবি পুলিশ জানায়, বিহারপুর গ্রামের প্রতিটি বাড়িতে বাণিজ্যিকভাবে চোলাই মদ তৈরি করা হয়। দুপুরে স্থল ও নৌপথে অভিযান চালায় ডিবি। এ সময় অনেকে পালিয়ে যায়। পরে মধু মিলন চাকমা (৫০) ও মানবেন্দ্র চাকমা (৫২) নামে দুজনকে আটক করা হয়। সেইসঙ্গে মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

শহরের উত্তর বিহারপুর গ্রামের তিনটি টিলার অন্তত অর্ধশতাধিক বাড়িতে মদ তৈরি হয়

গ্রামটির অর্ধশতাধিক বাড়িতে মদ তৈরি হয় উল্লেখ করে রাঙামাটি গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান শুরু করি। আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়। তারপরও দুজনকে আটক করা হয়। অভিযানে ১০ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে। সেইসঙ্গে মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ব্রাঞ্চ) শাহ নেওয়াজ রাজু বলেন, ‘আমরা খুবই অবাক হয়েছি যে, এখানে এত পরিমাণ মদ উৎপাদন হচ্ছে। গ্রামের প্রতিটি বাড়িতে কারখানা দেখতে পেয়েছি। যেহেতু এলাকাটি দুর্গম, তাই আমরা আসার খবর পয়ে অনেকে পালিয়ে গেছে। দুজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
কারাগারে মাদক সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে
এক মণ গাঁজাসহ দুজন গ্রেফতার
সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি আটক
সর্বশেষ খবর
আন্তর্জাতিক মহিলা মাস্টারের খেতাব পেলেন ওয়াদিফা
আন্তর্জাতিক মহিলা মাস্টারের খেতাব পেলেন ওয়াদিফা
বিকৃত যৌনাচার: বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার ২
বিকৃত যৌনাচার: বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার ২
কাশ্মীর নিয়ে পাকিস্তানি সেনাপ্রধানের পুরনো বক্তব্যে ভারতে ক্ষোভ
পহেলগামে হামলাকাশ্মীর নিয়ে পাকিস্তানি সেনাপ্রধানের পুরনো বক্তব্যে ভারতে ক্ষোভ
নির্বাচিত সরকার না থাকলে জনগণের দুঃখ কেউ শোনে না: তারেক রহমান
শ্রমজীবীদের অধিকার আদায়ে বদ্ধপরিকর বিএনপিনির্বাচিত সরকার না থাকলে জনগণের দুঃখ কেউ শোনে না: তারেক রহমান
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
এবার রিয়াজ, চঞ্চল ও মামুনুর রশীদসহ হত্যাচেষ্টা মামলার আসামি ১৪ শিল্পী
এবার রিয়াজ, চঞ্চল ও মামুনুর রশীদসহ হত্যাচেষ্টা মামলার আসামি ১৪ শিল্পী
ভূমি মালিকানা ও ব্যবহার আইনের ভবিষ্যৎ অনিশ্চিত, অধরাই রয়েছে ‘ভূমি স্মার্ট কার্ড’
ভূমি মালিকানা ও ব্যবহার আইনের ভবিষ্যৎ অনিশ্চিত, অধরাই রয়েছে ‘ভূমি স্মার্ট কার্ড’
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ