কুমিল্লায় ১৬ মাসে মাদকসহ গ্রেফতার ৪ হাজার

কুমিল্লায় গত ১৬ মাসে প্রায় ২৭ কোটি টাকার মাদক উদ্ধার করেছে কুমিল্লা জেলা পুলিশ। এসব ঘটনায় ৪ হাজার ৩২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৬ মাসে ১০ টন গাঁজা, ২ লাখ ৮৬ হাজার ৭১৮ পিস ইয়াবা, ২০ হাজার ৬৮৩ বোতল ফেনসিডিল, এক হাজার ৪৬২ লিটার দেশি মদ, ৬ হাজার ২৩২ বোতল ইস্কাফ,  ৮৬৪ বোতল বিদেশি মদ, ৮০২ বোতল হুইস্কি, ১৯৮১ বোতল বিয়ার এবং ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।

জানা গেছে, এবার ২০১৯ সালের তুলনায় ২৩৩ শতাংশ এবং ২০২০ সালের তুলনায় ৬১৪ শতাংশ বেশি মাদক উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘সিটি নির্বাচনে কিছু ওয়ার্ডে আমাদের অতিরিক্ত নজরদারি থাকবে। কুমিল্লাতে অস্ত্রের কারবারিরাও আতঙ্কে আছে। অস্ত্র সরবরাহকারী ও চিহ্নিত সন্ত্রাসীদের আমরা কঠোর নজরে রাখছি।’