উত্তাল পদ্মা, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লঞ্চ-স্পিডবোট বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে মাদারীপুরের বাংলাবাজার এবং মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। এরপর বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হয়। উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। দুর্ঘটনা এড়াতে এই নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় শিবচরের বাংলাবাজার ঘাটে ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে  লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এসব নৌযান চলাচল শুরু করবে।’