ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার ২ যাত্রীর

বগুড়ার নন্দীগ্রামের ওমরদীঘি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  সোমবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি চালকসহ দুজন আহত হন।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, সম্ভবত ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

নিহতরা হলেন– নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের মৃত জচি প্রামাণিকের ছেলে রণবাঘা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আবদুল খালেক (৫৫) এবং নাটোরের সিংড়া উপজেলার কাসুপিয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে সিএনজিচালিত অটোরিকশার চালক যাত্রী নিয়ে রণবাঘা থেকে নন্দীগ্রাম সদরে যাচ্ছিলেন। ওমরদীঘি বাস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বগুড়া ছেড়ে আসা নাটোরগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবদুল খালেক ও বাবলু মিয়া মারা যান। হাইওয়ে পুলিশের সদস্যরা আহত অটোচালকসহ দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যান।

ওসি আরও জানান, সম্ভবত ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।