শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ নেই

পদ্মা সেতু উদ্বোধনের পর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে বাস-ট্রাক আর নিজস্ব প্রাইভেটকারে অনেকেই পদ্মা পাড়ি দিচ্ছেন আজ। এ জন্য শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে দক্ষিণবঙ্গের ২১ জেলার গাড়ি ও যাত্রীদের চাপ নেই।

রবিবার সকাল থেকে ঘাট এলাকা মোটামুটি ফাঁকা দেখা গেছে। অল্পকিছু যাত্রী লঞ্চে যাচ্ছেন শরীয়তপুরে। লঞ্চ ও স্পিডবোট যাত্রীর অপেক্ষায় আছে।

শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক শাহাদাত বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার কারণে এখন শিমুলিয়া ঘাটের চিত্র অনেক পাল্টে গেছে। যাত্রীর সংখ্যা অনেক কম। আজ সকাল থেকে শিমুলিয়া- বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ১১টি লঞ্চ এবং ১৫-১৬টি স্পিডবোট চলাচল করছে।’

গত ২৪ জুন পদ্মা সেতুর উদ্বোধনের কারণে শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ ছিল।

প্রসঙ্গত, রবিবার (২৬ জুন) ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে বহু প্রতীক্ষিত  পদ্মা সেতু ওপর দিয়ে। শনিবার পদ্মা এই সেতুর দুয়ার খোলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।