ছুরিকাঘাতে মারা যাওয়া তরুণীকে রেখে গেলো হাসপাতালে

সাভারে ছুরিকাঘাতে এক তরুণী (১৯) নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের তাকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘সোমবার (২৭ জুন) রাত ৯টার দিকে কয়েকজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত তরুণীকে আমাদের হাসপাতালে রেখে চলে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। সাভার থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে সাভারের শিমুলতলা এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন ব্যক্তি।’

সাভার থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান মঙ্গলবার দুপুরে জানান, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করবে।

এ ঘটনায় সাভার থানায় একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।