আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আড়াই ঘণ্টা পর ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ জুন) সকাল সোয়া ১০টায় ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন আউলিয়ানগর রেলওয়ে স্টেশন ঘটনাস্থলে পৌঁছে বিকল ইঞ্জিন সরিয়ে নেওয়ার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন গফরগাঁও জিআরপি থানার ইনচার্জ রফিকুল ইসলাম। 

এর আগে সকাল পৌনে ৮টায় ময়মনসিংহের গফরগাঁওয়ের আউলিয়ানগর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী লোকাল ট্রেন ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।