৮০ জন এলেন পদ্মা সেতু দেখতে, প্রাণ গেলো একজনের

শরীয়তপুরের জাজিরায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন। শনিবার (২ জুলাই) বিকাল ৩টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের জাজিরার নাওডোবা জমাদ্দার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আব্দুল মোল্লা (৬০) কিশোরগঞ্জের আগানগর থানার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার কিশোগঞ্জের ভৈরবের আগানগর ইউনিয়নের ৮০ জন বাসিন্দা সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। সকালে সেতু পার হয়ে তারা ভাঙ্গা যান। পরে ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পদ্মা সেতুর জাজিরা অংশের এক্সপ্রেসওয়েতে কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। সড়কে মাইক্রোবাসটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল হক মারা যান। আহত হন অন্তত ১৫ জন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি বলেন, ‌‘আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’