গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মন্টু মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা শুক্রবার রাতে তাকে জেলার শেরপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। শনিবার দুপুরে র‌্যাব-১২ কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি নজরুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামি মন্টু মিয়া শেরপুর উপজেলার আমিনপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। গত ১৫ জুন এক গৃহবধূকে নিজ বাড়িতে ডেকে এনে সে ধর্ষণ করে। ভিকটিমের কান্না ও চিৎকারের আওয়াজে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় মন্টু মিয়া কৌশলে ঘটনাস্থল ত্যাগ ও আত্মগোপন করে।

তিনি আরও জানান, গৃহবধূ পরদিন শেরপুর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া তিনি র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পে এসে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর র‌্যাব সদস্যরা মন্টু মিয়াকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এর ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

মন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে তাকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।