পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

ঢাকার আশুলিয়ায় রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪) নামে এক পোশাক শ্রমিককে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। শুক্রবার সাভারের ভাদাইল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বলের গ্রামের বাড়ি বগুড়ার সাড়িয়াকান্দি এলাকায়। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

উজ্জ্বলের ভাই সজীব ও পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে জুয়েল নামে প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার ঝগড়া হয়। এরই সূত্র ধরে জুয়েল গত শুক্রবার রাতে উজ্জ্বলকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ির পাশে ডেকে নিয়ে যায়। সেখানে জুয়েলের সঙ্গে আরও সাত-আট জন আগে থেকেই ওত পেতে ছিল। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জুয়েল তার লোকজন নিয়ে উজ্জ্বলকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রেফার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।