প্রাইভেট ক্লিনিক সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন অনিয়মের দায়ে মাতৃছায়া নামক একটি প্রাইভেট ক্লিনিককে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ওই ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৪ জুলাই) বিকালে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিবলী রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকা, অপারেশনের যন্ত্রপাতিতে মরিচা থাকা, সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার না থাকা এবং দালালনির্ভর হওয়াসহ বেশ কয়েকটি অনিয়মের ভিত্তিতে ক্লিনিকটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেয় এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ক্লিনিকে থাকা তিন জন রোগীকে অ্যাম্বুলেন্সে করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরিত করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘অনিয়মের ব্যাপারে এর আগেও কয়েকবার এই মাতৃছায়া ক্লিনিককে সতর্ক করা হয়েছিল। তাতে কর্ণপাত না করায় এবার ক্লিনিক সিলগালা করা হয়েছে।’ জনসাধারণের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে কালকিনি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেনসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।