ঈদে বাড়ি যাওয়ার পথে সড়কে নিহত মা-মেয়ে

ঈদের ছুটিতে স্বপরিবারে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। দেড় বছর বয়সী ছেলেসহ বাবা মুমূর্ষু অবস্থায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার ভোর পৌনে ৫টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– জেলার বিরল উপজেলার তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইনের স্ত্রী ফাহিমা বেগম (৩০) এবং তার মেয়ে বিউটি (১৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে পরিবারের সঙ্গে ঈদ করার উদ্দেশ্যে দিনাজপুর থেকে সকালে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে রওয়ানা দেন মোহাম্মদ হোসাইন। পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে একটি তেলবাহী লরি পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই স্ত্রী ও মেয়ে নিহত হয়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান এবং আহত বাবা-ছেলেকে হাসপাতালে ভর্তি করেন।

শিক্ষক মোহাম্মদ হোসাইনের ভাই মোহাম্মদ হাসান জানান, তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামে। সবার সঙ্গে ঈদ উদযাপন করার জন্য তার ভাইয়ের পরিবার সকালে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল।

দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবার জানিয়েছে, ঈদের ছুটি পেয়ে ভোর রাতে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন তারা।’