সীতাকুণ্ডে আগুন: মিললো আরও এক দেহাবশেষ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও একটি দেহাবশেষ (মাথার খুলি ও হাড়গোড়) উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে ডিপোর একটি শেডের ধ্বংসস্তূপ থেকে ওই দেহাবশেষ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বিএম কনটেইনার ডিপোর টিনশেড পরিষ্কার করার সময় ধ্বংসস্তূপ থেকে একটি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়। এটি সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার করা দেহাবশেষের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠানো হবে।’

তিনি আরও জানান, বিএম কনটেইনার ডিপো থেকে এ পর্যন্ত মোট ৫১টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ২৯টি লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর সেগুলো স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। এখনও ২২ লাশের পরিচয় শনাক্ত হয়নি। সেগুলোর ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করছেন স্বজনরা।