সড়কে আহত ২ জনের হাসপাতালে মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি অটোরিকশার দুই যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

শনিবার রাতে উপজেলার রণবাঘা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন– অটোরিকশা যাত্রী নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রামের মৃত সুজা প্রামাণিকের ছেলে আলতাফ হোসেন (৬০) এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মোসলেমা খাতুন (৪০)।

পুলিশ ও স্বজনরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে একটি ট্রাক দাঁড় করানো ছিল। সে সময় পেছন থেকে যাত্রীবোঝাই অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চার যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে দুজন মারা যান।

ওসি জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক-হেলপার পালিয়ে গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।