নিখোঁজের ১০ দিন পর তুরাগ থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর থেকে নিখোঁজের ১০ দিন পর পোশাক শ্রমিক ইমন রহমানের (২১) ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে আমিনবাজার নৌ পুলিশ। রবিবার (১৭ জুলাই) সকালে  ঢাকার সাভারের আমিন বাজারের কেবলারচর এলাকার তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাভারের আমিনবাজার নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আজিবর রহমানের ছেলে। তিনি কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

এসআই আল-মামুন বলেন, ‘চলতি মাসের ৭ জুলাই কালিয়াকৈর উপজেলা এলাকা থেকে ইমন নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। স্থানীয়রা ইমনের মরদেহ আমিনবাজার এলাকার দুবলারচরের তুরাগ নদে ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। সকালে ইমনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ইমনকে মেরে ফেলে রেখে গেছে। এ ঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।