১৪ টাকা কমলেও আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল  

বিশ্ববাজারে তেলের দাম কমায় সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৯৯ টাকা থেকে ১৮৫ টাকা নির্ধারণ করেছে। কিন্তু এখনও বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল।

আরও খবর: লিটারে ১৪ টাকা কমলো সয়াবিন তেলের দাম

দিনাজপুরের হিলি বাজারে তেল কিনতে আসা আশরাফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংবাদে দেখলাম, সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমেছে। কিন্তু বাজারে কিনতে এসে দেখলাম, আগের দামেই তেল বিক্রি হচ্ছে।’

ওই বাজারের তেল বিক্রেতা আরিফ আহমেদ বলেন, ‘সম্প্রতি সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা করে লিটার নির্ধারণ করে দিয়েছে। কিন্তু কোম্পানিগুলো এখন পর্যন্ত নতুন মূল্যে সেই তেল আমাদের সরবরাহ করছে না। এ কারণে আগের মূল্যে কেনা তেল ১৯৯ টাকা মূল্যেই আমরা বিক্রি করছি।’

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, ‘কেউ যদি পণ্যের মূল্য বৃদ্ধি করে তবে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।’