পুলিশের ওপর হামলা, আটক ২

নওগাঁর মহাদেবপুরে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দুই তরুণকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক দুজন হলেন– উপজেলা সদরের কলেজপাড়া মহল্লার হাসানুজ্জামানের ছেলে ইউসুফ বিশ্বাস মুগ্ধ এবং মধ্য বাজারের প্রদীপ কুমার দেবের ছেলে তনয় কুমার দেব।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, ‘সোমবার দিবাগত ২টার দিকে ১০-১২ জনের একটি দল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ড্রাগন ক্লাবের সামনে উচ্চশব্দে বক্স বাজিয়ে হৈ-হুল্লোড়, চেঁচামেচি ও উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। স্থানীয়রা এ ব্যাপারে মহাদেবপুর থানায় অভিযোগ করলে থানার এসআই ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে তরুণদের সাউন্ড বক্স বাজাতে নিষেধ করেন। পাশাপাশি জনবিরক্তি সৃষ্টি না করে তাদের বাড়ি ফিরে যেতে বলেন। কিন্তু তারা পুলিশের নিষেধ অমান্য করে হইচই অব্যাহত রাখে।

‘কিছুক্ষণ পরে আবারও তাদের নিষেধ করলে ইউসুফ বিশ্বাস মুগ্ধ ও তনয় কুমার দেবসহ ১০-১২ জন লাঠি এবং গাছের ডাল দিয়ে দুই পুলিশকে মারপিট করে। খবর পেয়ে থানার এসআই শামিনুল ইসলাম, এসআই জাহিদ হাসানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুই পুলিশকে উদ্ধার করেন। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি জানান, এ ঘটনায় এসআই ফারুক বাদী হয়ে মঙ্গলবার দুপুরে আটক দুই জনসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সন্ধ্যার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।