X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বিএনপির নেতার মারধরে যুবদল নেতা আহত

বগুড়া প্রতিনিধি
১১ মে ২০২৫, ২০:১৫আপডেট : ১১ মে ২০২৫, ২০:১৫

বগুড়া জেলা বিএনপির এক দায়িত্বশীল নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাব্বির হুসাইন বাবলুকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১১ মে) দুপুরে শহরে বাদুড়তলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত বাবলু জানান, বিষয়টি তিনি দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানিয়েছেন। তিনি এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

বগুড়া জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হুসাইন বাবলু বলেন, ‘রবিবার দুপুরে তিনি শহরের বাদুড়তলায় ওষুধ কেনেন। এরপর সেখানে নাহিদের চা স্টলে চা পান করতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির ওই নেতা ৬-৭ জন সহযোগী নিয়ে সেখানে আসেন। তিনি বলেন, ‘‘তোমার কারণে আমাকে তারেক রহমান দেখতে পারেন না’’। তখন অপরাধ জানতে চাইলে দোষারোপ করা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মারধর করে চোখ ও হাতে জখম করেন। এ সময় হামলাকারী ওই বিএনপি নেতার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের ৬-৭ জন নেতাকর্মী ছিলেন।’

নিজ দলের নেতার হাতে মারধরের শিকার সাব্বির হুসাইন বাবলু দুঃখ করে বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের জেল-জুলুম, নির্যাতন ও অনেক কষ্ট করেছি। এখন নিজের দলের নেতার কাছে নিরাপদ নই। মারধরের বিষয়টি জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া ঢাকায় সিনিয়র নেতাদের জানালে তারাও মারধরকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘হামলাকারীর বিচারের ভার তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছি। দলীয় নেতারা হামলাকারীর বিচার না করলে আইনের আশ্রয় নেবো।’

/এফআর/
সম্পর্কিত
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক