চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার ১৩.০১

চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত চব্বিশ ঘণ্টায় ১২টি ল্যাবে ৩৬১ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ০১ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ৩২ জন এবং জেলায় ১৫ জন রয়েছেন।’

চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৮ হাজার ৪০৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৯৩ হাজার ৬০০ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৪ হাজার ৮০৬ জন।

চট্টগ্রামে করোনায় মারা গেছেন, এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীতে ৭৩৭ জন এবং উপজেলায় ৬৩০ জনের মৃত্যু হয়েছে।