প্যারালাইজড স্বামীকে নিয়ে ভোটকেন্দ্রে স্ত্রী

দীর্ঘ দুই বছর ধরে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছেন অমল কুমার রায় (৭০)। চলাফেরা করতে পারেন না। কথাও বলতে পারেন না। আকার-ইঙ্গিতে-ইশারায় তার কথা বুঝে নিতে হয়। কিন্তু ভোট দেওয়ার প্রবল ইচ্ছা তার। এ জন্য অনেক কষ্ট করে ভোটকেন্দ্র এসেছেন তিনি।

বুধবার (২৭ জুলাই) ফরিদপুরের মধুখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার একটি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

অমল কুমার রায় মধুখালীর মেগচামী ইউনিয়নের সরদারপাড়া এলাকার বাসিন্দা। নির্বাচনের কথা জানতে পেরে তিনি আকার-ইঙ্গিতে স্ত্রী বিশাখা রানীকে জানান তিনি ভোট দিতে চান। সকাল সাড়ে ১০টার দিকে মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভ্যানে করে প্যারালাইজড স্বামী অমল সরকারকে নিয়ে আসেন স্ত্রী বিশাখা রানী রায়।

স্বামীর ভোট দেওয়া শেষে বিশাখা বলেন, ‘আমার স্বামী কৃষিকাজ করতেন। দুই বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর শরীরের একপাশ প্যারালাইজড হয়ে যায়। চলাফেরা করতে পারেন না। কথাও বলতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের কথা জানতে পেরে তিনি ভোট দেওয়ার কথা আকার-ইঙ্গিতে আমাকে জানান। আমি বুঝতে পেরে তাকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। ভোটকেন্দ্রের বুথে তাকে নিয়ে গেছি। ইভিএমে এই প্রথম ভোট দিলাম। আমি ভোট দেওয়ার পর তাকে ভোটের মার্কা দেখিয়েছি, তিনি নিজেই ভোট দিয়েছেন।’

মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আফজাল হোসেন জানান, মধুখালী উপজেলার তিনটি ইউনিয়ন এবং পৌরসভার একটি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।